India & World Updates
কেরলে লকডাউন বেড়ে ২৩ মে পর্যন্ত
১৫ মে ঃ কেরলে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হল। এ বার লকডাউনের সময়সীমা বাড়িয়ে ২৩ মে পর্যন্ত করা হয়েছে। এর আগে লকডাউনের মেয়াদ ১৬ মে পর্যন্ত জারি করা হয়েছিল। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, রাজ্যে ২৩ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে। একইসঙ্গে কেরলের ৪টি জেলা তিরুবনন্তপুরম, এর্নাকুলাম, মালাপ্পুরম ও ত্রিশূরে ত্রিস্তরীয় লকডাউন জারি থাকবে। এই ত্রিপল লকডাউনে তিনটি পদ্ধতিতে সংক্রমণ প্রতিহত করার চেষ্টা করা হবে।
এই পর্যায়ে একটি নির্দিষ্ট এলাকায় বাইরে থেকে আসা মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। এলাকাকে করোনা সংক্রমণের হারের ওপর ভিত্তি করে কয়েকটি ভাগে ভাগ করা হয়। অধিক সংক্রমিত এলাকায় কড়া লকডাউন বলবত করা হয়। এমনকি করোনা আক্রান্ত বাড়িতে বাইরে থেকে কেউ যাতে প্রবেশ করতে না পারে সেদিকেও নজর রাখা হয়। উল্লেখ্য, কেরলের বেশ কয়েকটি জেলায় ২৫ শতাংশের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন, সংক্রমণের হার অত্যন্ত বেশি হওয়াতেই রাজ্য সরকারকে পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিতে হয়েছে।