Barak UpdatesAnalyticsBreaking News
নাগরিক সমস্যায় আজ শহরে প্রতিবাদী মিছিল, সিদ্ধান্ত গণ অভিবর্তনে
ওয়ে টু বরাক, ১০ জুন : শিলচর শহরের জমা জল থেকে শুরু বেহাল রাস্তাঘাট, নড়বড়ে নদীবাঁধ ইত্যাদি জ্বলন্ত সমস্যার ওপর আলোকপাত করে রবিবার শিলচরে আয়োজিত হলো এক গণ অভিবর্তন। এর আয়োজক ছিল নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদ। মূলত নাগরিক বঞ্চনার বিরুদ্ধে এ দিন আওয়াজ তুলেছেন শহরের বুদ্ধিজীবীরা। সঙ্গে জানিয়ে রাখেন, সোমবার শিলচরে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করা হবে।
গণ অভিবর্তনে কথা বলতে গিয়ে পরিষদের সভাপতি গৌরী দত্তবিশ্বাস বলেছেন, শিলচর শহর নানা সমস্যায় জর্জরিত হলেও এখানকার সরকারি বিভাগগুলো ন্যূনতম কাজও করে না। অতীতে এ সব নিয়ে লাগাতার আন্দোলন হলেও এখন এই গতি অনেকটা কমে এসেছে। মার্চ ফর সায়েন্স শিলচর চাপ্টারের সদস্য আশু পাল বলেন, দু’বছর আগের ভরা বন্যায় শুধু বেতুকান্দির দিকে সবার নজর ছিল। সরকারও এই স্ল্যুইস গেট ভেঙে জল ঢুকেছে বলে দায় এড়িয়ে গেছে। কিন্তু শহরের ১৭টি জায়গা দিয়ে জল ঢুকেছে।
পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত বলেন, শিলচর শহর এলাকায় পুরসভা পরিকল্পিতভাবে কাজ করছে। পরিকাঠামোর উন্নতি না করেই একের পর এক বহুতল ভবন গড়ে উঠছে। অকাল বৃষ্টিতে কৃত্রিম বন্যা এ সবের কারণেই হচ্ছে বলে এ দিন তিনি উল্লেখ করেন। এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রবীণ নাগরিক মঞ্চের সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার দে, সমাজসেবী সাধন পুরকায়স্থ প্রমুখ।