India & World UpdatesAnalyticsBreaking News
নাগরিকত্বের প্রশ্নে নিশীথ প্রামাণিকের পাশে দাঁড়াল বিডিএফ
ওয়েটুবরাক, ১৯ জুলাই : বিজেপি বিরোধিতাতেই বছর তিনেক আগে আত্মপ্রকাশ ঘটেছিল বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্টের৷ পরবর্তী সময়েও বিজেপিকে তাঁদের মত চাঁছাছোলা আক্রমণ আর কেউ করেনি৷ কিন্তু বাঙালি মন্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠায় বিডিএফ এ বার বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের পাশে দাঁড়াল৷
পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদ নিশীথবাবু সম্প্রতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন। এর পরই তিনি বাংলাদেশ থেকে আগত বলে আসাম কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুণ বরা অভিযোগ তুলেছেন৷ তার তীব্র প্রতিবাদ জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
ফ্রন্টের নেতা প্রদীপ দত্তরায় বলেন, রিপুন বরার মন্তব্য সম্পূর্ণ জাতিবিদ্বেষপ্রসূত। নিশীথবাবুর পূর্বনিবাস পূর্ববঙ্গ হলেও দোষনীয় নয়৷ পূর্ববঙ্গে পূর্বনিবাস হলেই কেউ অবৈধ নাগরিক হয়ে যান না। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুরও পূর্ব নিবাস অবিভক্ত বাংলার পূর্ববঙ্গেই ছিল। পশ্চিমবঙ্গের ৪০ শতাংশ মানুষও পূর্ববঙ্গ থেকে বিভিন্ন কারণে এ পারে এসে কয়েক প্রজন্ম ধরে বৈধভাবে এদেশে বসবাস করছেন
বিডিএফ নেতা বলেন যে রিপুনের এই ব্যাপারে মন্তব্য উগ্র অসমীয়া জাতীয়তাবাদ দ্বারা প্রভাবিত। শুধু রিপুণ নন, এই রাজ্যের কংগ্রেস দলের অনেকেই সমভাবাপন্ন ও বাঙালিদের প্রতি বিদ্বেষ পোষণ করেন। প্রদীপবাবুর আহ্বান, অন্য রাজ্যের সাংসদকে নিয়ে মাথা না ঘামিয়ে রিপুনবাবু বরং আসামের যে ১৯ লক্ষ বাঙালি এবং অন্যান্য গোষ্ঠীর মানুষ এনআরসি তালিকায় ঠাই পাননি এবং দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় ভুগছেন তাদের নিয়ে মাথা ঘামানো উচিত৷