NE UpdatesAnalyticsBreaking News

দুর্ঘটনায় মৃত্যু নেমে ৫, সরকারের পদক্ষেপে কাজ হয়েছে বললেন হিমন্ত

গুয়াহাটি, ১ জানুয়ারি : দুর্ঘটনা প্রতিরোধে সরকারের গ্রহণ করা পদক্ষেপে সাফল্য এসেছে বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ বার ৩১ ডিসেম্বর রাতে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৫ জনে নেমে এসেছে বলে জানালেন তিনি। গুয়াহাটির কইনাধারায় নতুন বছরের প্রথম দিনে ‘নতুন দিনের আলাপ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। এই মত বিনিময় অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Rananuj

মুখ্যমন্ত্রী বলেন, ৩১ ডিসেম্বর রাতে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন মাত্র ৫ জন। এ বার কাছাড়ে ৩ জন, গোলাঘাট, তিনসুকিয়া ও ধেমাজিতে একজন করে ব্যক্তি রাতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আগামী ২-৩ বছরেবেই সংখ্যা শূন্যতে নেমে আসবে বলে মুখ্যমন্ত্রী আশাপ্রকাশ করেন। উল্লেখ্য,  গত বছর ৩১ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় ১৫ জন লোক প্রাণ হারিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker