India & World UpdatesBreaking News
দাবি আপত্তির সময়সীমা ১৫ দিন বেড়ে ৩১ ডিসেম্বর
১২ ডিসেম্বর : এনআরসির দাবি ও আপত্তি দাখিলের সময়সীমা আরও ১৫ দিন বাড়াল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর এজলাসে শুনানির পর আদালত এই নতুন সময়সূচি চূড়ান্ত করেছে।
শুনানি গ্রহণের পর আদালত জানিয়ে দিয়েছে, দাবি ও আপত্তি গ্রহণের সময় এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগে দাবি ও আপত্তি জানানোর শেষ তারিখ ছিল ১৫ ডিসেম্বর। শুধু এক্ষেত্রেই সময় বাড়ানো হয়েছে এমন নয়, সুপ্রিমকোর্ট ভেরিফিকেশনের বেলায়ও ১৫ দিন পিছিয়ে দিয়েছে। আগে ভেরিফিকেশন আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। নতুন নির্দেশ অনুসারে তা পিছিয়ে করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি। এখন আপত্তি জেলা সদরেও দাখিল করা যাবে।
প্রসঙ্গত, গত সোমবার এনআরসি ছুটদের পুনরাবেদনের সময়সীমা বাড়ানোর জন্য রাজ্য সরকারের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা স্ট্যান্ডিং কাউন্সেল শুভদীপ রায় প্রধান বিচারপতির নজরে বিষয়টি আনেন। এর প্রেক্ষিতেই বুধবার শুনানি গ্রহণ করে সুপ্রিম কোর্ট।