Barak UpdatesBreaking News
দশমীর জন্য প্রস্তুত পুরসভা, জেলা প্রশাসনVijaya Dashami: SMB & District administration all prepared
কাছাড়ের জেলাশাসক এস লক্ষ্মণন বলেন, কোনও অশান্তি বা অপ্রিয় ঘটনার আশঙ্কা নেই। দফায় দফায় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করছেন, কথা বলছেন। নিজে গিয়ে সদরঘাট পরিদর্শন করে এসেছেন। তিনি জানান, বিসর্জনের জন্য সদরঘাটে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। কাল সকাল থেকেই বিসর্জন হতে পারে। গভীর রাত পর্যন্ত পুরসভাকে সঙ্গে নিয়ে তারা এই কাজ সেরে নিতে চাইবেন। তবে কেউ কেউ পরদিন বিসর্জনের কথা ভাবলে তাঁর আর্জি বিকেলের দিকেই তাঁরা যেন আসেন। কারণ রাত জেগে কাজ করার ঠিক পরদিন খুব সকালে দায়িত্ব পালন কষ্টকর হবে।
Dr. S. Lakhsmanan, Deputy Commissioner Cachar has said that his entire team is all ready so that the immersion of idols is done in a disciplined way. He has personally monitored the situation at Sadarghat and has held round of meetings with officials of different departments. The officers and staff of Silchar Municipal board (SMB) are also working round the clock in close liaison with the district administration.