India & World UpdatesSportsBreaking News
দর্শকহীন স্টেডিয়ামে বিশ্বকাপ! লোকসান নিয়ে ভাবছে অস্ট্রেলিয়া
5 মেঃ আগামী অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনার মধ্যে স্টেডিয়ামে সমর্থকদের প্রবেশ করতে দেওয়া হবে কি না, তা নিয়েই উঠছে প্রশ্ন। অধিকাংশেরই অভিমত, এই সময়ে দর্শক সমাগম একেবারে অনুচিত। এই যুক্তি মেনে নিতে অসুবিধে নেই অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলবেকের। কিন্তু তিনি ভাবছেন, দর্শকশূন্য গ্যালারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো প্রতিযোগিতা আয়োজনে যে লোকসান হবে, তাা কতটা সামাল দেওয়া সম্ভব? তিনি বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলেই তারা যুদ্ধকালীন ততপরতায় ঝাঁপিয়ে পড়তে পারেন। ব্যবস্থাপনা নিয়ে সমস্যা নেই। ভাবনা শুধু লোকসান নিয়ে। তা ছাড়া সমর্থক না থাকলে বিশ্বকাপের উত্তেজনায় ভাটা পড়বে বলেও ধারণা ক্রীড়ামন্ত্রীর।
তাঁদের অনুমান, দর্শকশূন্য গ্যালারিতে বিশ্বকাপ আয়োজন করলে বিরাট লোকসান হবে ক্রিকেট অস্ট্রেলিয়ার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ৪৫৫ কোটি টাকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের সূচি রয়েছে অস্ট্রেলিয়ার। এখন সেই সিরিজ নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।