NE UpdatesAnalyticsBreaking News
ত্রিপুরা কংগ্রেসের ৪ শীর্ষ নেতা বহিষ্কার
১৩ অক্টোবর : দলবিরোধী কাজের অভিযোগে ত্রিপুরা কংগ্রেসের ৪ শীর্ষ নেতাকে বহিষ্কার করা হল। বুধবার এদের দল থেকে বহিষ্কার করেছে প্রদেশ কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, দলবিরোধী কাজের জন্য প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, প্রাক্তন সহ-সভাপতি তাপস দে, দলের প্রবীণ নেতা তেজন দাস ও পুর্ণিতা চাকমাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাতক্ষণিকভাবে আগামী ৬ বছরের জন্য এদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পার্থপ্রতীম সরকার জানিয়েছেন, নব নির্বাচিত সভাপতি তথা দলের বরিষ্ঠ নেতা বীরজিত সিনহার নির্দেশে এদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।