NE UpdatesAnalyticsBreaking News

ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি : বৃন্দা কারাত

আগরতলা, ৯ ফেব্রুয়ারি : ভোটের প্রচারে ত্রিপুরায় এখন তারকা প্রচারকদের হাট। সিপিএম প্রার্থীদের সমর্থনে গতকাল থেকে রাজ্যের আনাচে কানাচে চষে বেড়িয়েছেন দলীয় নেত্রী তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ বৃন্দা কারাত। বুধবার রামনগর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত নির্দল প্রার্থী আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণের সমর্থনে প্রচার সভায় অংশ নেন তিনি।

কারাত বলেন, এ বার ডাবল ইঞ্জিনের সরকার থেকে মুক্তির সুবর্ণ সুযোগ এসেছে। ত্রিপুরার মানুষ গত ৫ বছরের হিসেব কড়ায়গণ্ডায় ঊসুল করবেন। তিনি বলেন, এ বার ত্রিপুরায় সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। রাজনৈতিক ও আদর্শগতভাবে এই দলগুলোর মধ্যে পার্থক্য থাকলেও ত্রিপুরাকে বাঁচাতে সব মতভেদ দূরে সরিয়ে রেখে একযোগে কাজ করতে হবে।

তাঁর অভিযোগ, মানুষের মধ্যে বিভেদ তৈরিতে বিজেপি ধর্মকে ব্যবহার করছে। তাঁর আরও অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার গরিব অংশের মানুষের মধ্যে একতা ভাঙ্গতে জোর লাগিয়েছে এবং শিল্পপতিদের আরও ধনী হতে সহায়তা করছে। ত্রিপুরা প্রসঙ্গে বৃন্দার দাবি, ২০১৮ সালে বিধানসভা নির্বাচনের আগে মিসকলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল বিজেপির। উল্টে, বামফ্রন্ট জমানায় রেগায় ৮৮ শ্রমদিবস কাজ হয়েছে। বিজেপির শাসনে তা ৪০ শ্রমদিবসে নেমে গেছে, তোপ দাগেন তিনি।

এদিন বৃন্দা কারাত, সপ্তম বেতন কমিশন, ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক, নতুন পেনশন স্কিম সহ বাইক বাহিনীর অত্যাচার এবং সামাজিক ভাতা প্রকল্পে লক্ষাধিক মানুষের নাম বাদ পড়ায় বিজেপি জোট সরকারকে একহাত নিয়েছেন। তাঁর দাবি, ত্রিপুরায় বাম গণতান্ত্রিক জোট সরকার প্রতিষ্ঠা হলে ওই সমস্ত সমস্যার সমাধান হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker