India & World UpdatesBreaking News
ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন ২৭ জুলাইPanchayat election in Tripura on 27 July
২৭ জুন : ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। রাজ্যের নির্বাচন কমিশনার জি কামেশ্বর রাও এ কথা ঘোষণা করেছেন। এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার জানান, এই নির্বাচন হবে ৬,১১১ গ্রাম পঞ্চায়েত আসন, ৪১৯টি পঞ্চায়েত সমিতি এবং ১১৬টি জেলা পরিষদ আসনে। ২৭ জুলাই ভোট হবে সকাল ৭টা থেকে বিকেল চারটে পর্যন্ত। ভোট গ্রহণ করা হবে ব্যালট পেপারে।
রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন, ভোট হবে মোট ২৬২৩টি ভোটগ্রহণ কেন্দ্রে। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে মোট ভোটার ১২ লক্ষ ৩ হাজার ৭০। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লক্ষ ১৬ হাজার ৮৯৩ এবং মহিলা ভোটার ৫ লক্ষ ৮৬ হাজার ১৭৬। বুধবার থেকে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন এলাকায় আদর্শ আচরণবিধি লাগু হয়েছে। তিনি জানান, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ জুলাই। ভোট গণনা হবে ৩১ জুলাই সমস্ত ব্লক হেডকোয়ার্টারে।
সাংবাদিক বৈঠকে উপস্থিত রাজ্যের আইজিপি পুনীত রোস্তগী জানান, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১২ হাজার ত্রিপুরা পুলিশ নিয়োগ করা হবে। এছাড়াও থাকবে ৩৯ প্ল্যাটন সিআরপিএফ ও ১৮ কোম্পানি বিএসএফ বাহিনী।