NE UpdatesBarak UpdatesBreaking News
ত্রিপুরায় এনআরসি নিয়ে এখনও কিছু বলেনি কেন্দ্র : বিপ্লবCentre still now has said nothing about NRC in Tripura: Biplob
৪ সেপ্টেম্বর : কেন্দ্র সরকার কোনও রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জি তথা এনআরসি চালু করার আগে সেই রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে থাকে। তবে ত্রিপুরায় এনআরসি চালু করা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক এখনও কোনও আলোচনা করেনি। অবশ্য ত্রিপুরায় এ নিয়ে তিনটি পৃথক পৃথক মামলা হয়েছে। ত্রিপুরা বিধানসভার অধিবেশন চলাকালীন মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, কেন্দ্র সরকার এ বিষয়ে আলোচনা করলে তিনি সংবাদ মাধ্যমকে জানাবেন। প্রসঙ্গত, অসমে এনআরসি চালুর পর থেকে ত্রিপুরায়ও তা চালু করতে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিবিশেষের তরফে দাবি উঠেছে। এমনকি দেশের সর্বোচ্চ আদালতে এই দাবিতে মামলা করা হয়েছে।
ত্রিপুরায় এনআরসি চালু করার জন্য সুপ্রিমকোর্টে তিনটি মামলা করা হয়েছে। প্রথম মামলাটি করেছেন ত্রিপুরা পিপলস ফ্রন্ট (টিপিএফ)-এর সভানেত্রী পাতালকন্যা জমাতিয়া। অপর মামলা করেছেন তিনজন মিলে। এঁরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদ্যুত্ কিশোর দেববর্মা, প্রাক্তন জঙ্গি সংগঠন টিএনভি নেতা তথা ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তিপ্রা (আইএনপিটি)-র সভাপতি বিজয়কুমার রাংখল এবং অপর এক প্রাক্তন জঙ্গি এটিটিএফ নেতা রঞ্জিত দেববর্মা। এনআরসি নিয়ে তৃতীয় মামলাটি করা হয়েছে একটি এনজিও-র তরফে। এখন দেখার বিষয়, দেশের সর্বোচ্চ আদালত এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয় এবং এই ইস্যুতে কেন্দ্র সরকার এবং ত্রিপুরা সরকারই বা কী অভিমত ব্যক্ত করে।