NE UpdatesBarak Updates
ত্রিপুরায় জি২০ সামিট, বিদেশি প্রতিনিধিদের স্বাগত
ওয়েটুবরাক, ২ এপ্রিল: জি-২০ সামিটে যোগ দিতে প্রতিনিধিরা আগরতলায় পৌঁছে গেছেন। রবিবার দুপুরে এক চাটার্ড বিমানে করে মহারাজা বীরবিক্রম বিমান বন্দরে তাঁর আসেন। সেখানে তাঁদের কে রাজ্য সরকারের পক্ষ থেকে উষ্ণ সম্বর্ধনা দেওয়া হয়। বিমান বন্দর থেকে আগরতলা আসার পথে প্রতিনিধিদলকে কে রাস্তার দুই ধারে স্কুলের ছাত্র ছাত্রীরা বিভিন্ন দেশের পতাকা নেড়ে এবং বিভিন্ন জনজাতি দলের সদস্যরা নৃত্য পরিবেশন করে স্বাগত জানিয়েছে।
আগামী ৩ ও ৪ এপ্রিল আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ বিজ্ঞান সামিট। সামিটে জি-২০ ভুক্ত ১৪টি দেশের প্রতিনিধি, অতিরিক্ত আরও ৯টি দেশের আমন্ত্রিত সদস্য ও দেশের কেন্দ্রীয়স্তরের প্রতিনিধি সহ ৮৫ থেকে ৯০ জন প্রতিনিধি সোমবার অংশগ্রহণ করার কথা রয়েছে । এই উপলক্ষে হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর প্রদর্শনী হলে জি-২০ বিজ্ঞান সামিটের মূল অনুষ্ঠান এর স্থলটিতে ত্রিপুরার ঐতিহ্য স্থানের অবয়ব তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা তাঁর সামাজিক মাধ্যমে প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়েছেন। বিকেলে জি-২০ সদস্যদের একটি প্রতিনিধির দল মুখ্যমন্ত্রীর সরকারী আবাসে গিয়ে সঙ্গে দেখা করেন।