India & World UpdatesBreaking News
ত্রাণের বহর বাড়াতে অতিরিক্ত নোট ছাপানো হতে পারে, ইঙ্গিত রিজার্ভ ব্যাঙ্কের
২৮ এপ্রিল: করোনা থেকে মানুষকে বাঁচাতে সরকারি ত্রাণ প্রকল্পই একমাত্র উপায়। বললেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস৷ তিনি জানান, একবার সে জন্য রাজ্যগুলিকে অর্থ পাঠানো হয়েছে৷ দ্বিতীয় দফায় পাঠানোরও প্রস্তুতি চলছে। সেই ত্রাণ জোগাতে গিয়ে এই অর্থবর্ষে রাজকোষ ঘাটতিকে লক্ষ্যমাত্রার মধ্যে বেঁধে রাখা সম্ভব নয় বলেই জানিয়েছেন তিনি। ইঙ্গিত দেন, সরকারের আয়ের তুলনায় বেশি ব্যয়ের জোগান দিতে অতিরিক্ত টাকা ছাপানো হতে পারে৷
শক্তিবাবু বলেন, “ত্রাণ প্রকল্প জরুরি। সেই প্যাকেজ তৈরি করছে কেন্দ্র। ইতিমধ্যে সরকারি ভাবে তা জানিয়েওছেন অর্থমন্ত্রী।” ওই ত্রাণ দিতে গিয়ে ঘাটতিকে লক্ষ্যমাত্রার মধ্যে বেঁধে রাখা কঠিন হবে। শক্তিকান্তের কথায়, ‘‘এক দিকে অর্থনীতিকে চাঙ্গা করতে সরকারের ব্যয় বিপুল বাড়বে। অন্য দিকে, আর্থিক কর্মকাণ্ড শ্লথ হওয়ায় জিএসটি-সহ সমস্ত ধরনের কর আদায় কমার সম্ভাবনা। ফলে আয়ে টান পড়বে সরকারের। তাই কার্যত অসম্ভব হবে রাজকোষ ঘাটতিকে লক্ষ্যমাত্রার মধ্যে বেঁধে রাখা।’’
তিনি বলেন, ‘‘এমন কঠিন, অদ্ভুত সময়ে টাকা জোগাড়ের জন্য প্রথাগত এবং উদ্ভাবনী, উভয় রাস্তাই খোলা রাখা জরুরি।রিজার্ভ ব্যাঙ্কের অন্দরে নোট ছাপানো নিয়ে বিতর্ক নতুন নয়৷ এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি৷ রিজার্ভ ব্যাঙ্কের ব্যালান্স শিট এবং অবশ্যই দেশের অর্থনৈতিক ভারসাম্যকে নড়বড়ে না-করে সিদ্ধান্ত নেওয়া হবে।”