NE UpdatesAnalyticsBreaking News
তৃতীয় পর্যায়ের নির্বাচনে ভোটদানের হারে শীর্ষে আসাম, সর্বনিম্ন মহারাষ্ট্রে
গুয়াহাটি, ৭ মে : মঙ্গলবার দেশের ১১টি রাজ্যে অনুষ্ঠিত হলো তৃতীয় পর্যায়ের লোকসভা নির্বাচন। এই ১১টি রাজ্যের মধ্যে সর্বাধিক ভোটদান হয়েছে অসমে। এই রাজ্যে ভোটদানের হার ৭৫.০১ শতাংশ। বিপরীতে ভোটদানের হারে সর্বনিম্ন স্থানে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে ভোট পড়েছে ৫৩.৯৫ শতাংশ। সাম্প্রতিক তথ্য অনুযায়ী তৃতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনে যে রাজ্যগুলোতে এ দিন ভোট হয়েছে, সেগুলোর ভোটদানের হার হচ্ছে, বিহারে ৫৬.৫৫ শতাংশ, ছত্তিশগড়ে ৬৬.৯৪ শতাংশ, গোয়ায় ৭৪ শতাংশ, গুজারাটে ৫৬.২১ শতাংশ, কর্নাটকে ৬৬.৮০ শতাংশ, মধ্যপ্রদেশে ৬২.৭৯ শতাংশ, উত্তর প্রদেশে ৫৭.০৪ শতাংশ এবং পশ্চিমবঙ্গে ৭৩.৯৩ শতাংশ।
অন্যদিকে, কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে ভোটদানের হার হচ্ছে ৬৫.২৩ শতাংশ। উল্লেখ্য, তৃতীয় পর্যায়ের নির্বাচনে প্রায় ১২০ জন মহিলা সহ ১৩০০-এর অধিক প্রার্থী নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। মোট ভোটার ছিলেন ১৭.২৪ কোটি এবং দেশে ১.৮৫ লক্ষ ভোটকেন্দ্রে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তৃতীয় পর্যায়ের নির্বাচনে দেশের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও দ্বিগ্বিজয় সিং, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া, সমাজবাদী পার্টির নেতা ডিম্পল যাদব এবং এনসিপির নেতা সুপ্রিয়া সুলে।
এখানে উল্লেখ করা যেতে পারে যে, মঙ্গলবার অনুষ্ঠিত তৃতীয় পর্যায়ে যে ৯৩ টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার মধ্যে ৭২টি আসনেই ২০১৯ এর সাধারন নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল।
অন্যদিকে তৃতীয় পর্যায়ে ৯৪টি লোকসভা কেন্দ্রের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয় ৯৩টি আসনে। জম্মু-কাশ্মীরের অনন্তনাথ রাজৌরি লোকসভা আসনের জন্য আগামী ২৫ মে ভোট গ্রহণ করা হবে। উল্লেখ্য ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত দেশে ৭টি পর্যায়ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা করা হবে ৪ জুন।