India & World UpdatesAnalyticsBreaking News
তৃতীয়বার কুলভূষণ যাদবকে কনস্যুলার অ্যাকসেস দিতে রাজি পাকিস্তান
১৮ জুলাই : এ নিয়ে তৃতীয়বার কুলভূষণ যাদবের কনসুলার অ্যাকসেস দিল পাকিস্তান। পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন কুলভূষণ যাদবের কনসুলার অ্যাকসেস দেওয়া হয়েছে। তবে এবার এই সাক্ষাতে কোনও পাক আধিকারিক উপস্থিত থাকবেন না বলে জানানো হয়েছে। এর আগে দ্বিতীয় বারের জন্য যখন কনসুলার অ্যাকসেস দেওয়া হয়, তখন ভারতের অভিযোগ ছিল পাকিস্তান আন্তর্জাতিক আদালতের নির্দেশ মানছে না।
আন্তর্জাতিক আদালত শর্তহীন ও প্রভাবমুক্ত কনসুলার অ্যাকসেস দেওয়ার নির্দেশ দিয়েছিল পাকিস্তানকে। কুলভূষণ যাদবের সঙ্গে সাক্ষাৎ করে ভারত জানায়, স্পষ্টই চাপের মধ্যে রয়েছেন প্রাক্তন এই নৌসেনা আধিকারিক। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব শুক্রবার জানান, দ্বিতীয়বার যে কনসুলার অ্যাকসেস দেওয়া হয়েছিল, তা ভিত্তিহীন ও গুরুত্বহীন। কারণ পাক আধিকারিকের উপস্থিতিতে সাক্ষাত হলে, কোনও সঠিক তথ্যই মিলবে না কুলভূষণের কাছ থেকে। ফলে এই সাক্ষাতে পাওয়া তথ্য বিশ্বাসযোগ্য নয়।
অবশেষে নয়াদিল্লির চাপের কাছে নতিস্বীকার করল ইসলামাবাদ। দ্বিতীয়বারের জন্য প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদবের কনসুলার অ্যাকসেস দিল পাকিস্তান। জুলাই মাসের শুরুর দিকে পাকিস্তান জানিয়ে দেয় যাদবের জন্য দ্বিতীয় বার কনসুলার অ্যাকসেস দিতে তৈরি তারা। তবে পরে ভারতের পক্ষ থেকে নিঃশর্ত ও অব্যাহত অ্যাকসেস চাওয়া হয়। যেটা অতীতে দেয়নি পাকিস্তান।
উল্লেখ্য, ২০ জুলাই রিভিউ পিটিশন ফাইলের মাত্র চারদিন আগে পাকিস্তানকে চাপে ফেলল ভারত। পাক সরকারের থেকে প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদবের নিঃশর্ত কনস্যুলার অ্যাকসেস চাইল ভারত। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ভারত প্রথম কনসুলার অ্যাকসেস পায়। । ৩ সেপ্টেম্বর পাকিস্তানে ভারতের ডেপুটি হাই কমিশনার গৌরব আলুওয়ালিয়ার সঙ্গে দেখা হয় কুলভূষণ যাদবের। পাকিস্তানের বিদেশমন্ত্রকে সেদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ পৌঁছন তিনি। তারপরেইকথা বলতে দেওয়া হয় কুলভূষণের সঙ্গে।