Barak UpdatesIndia & World UpdatesAnalyticsBreaking News
তৃণমূলের হয়ে ফের রাজ্যসভার প্রার্থী সুস্মিতা দেব
কলকাতা, ১১ ফেব্রুয়ারি ঃ তৃণমূল কংগ্রেসের টিকিটে ফের রাজ্যসভার প্রার্থী হচ্ছেন সুস্মিতা দেব। তিন মহিলা সহ ৪ প্রার্থীর নাম ঘোষণা করল দল। রবিবার তৃণমূলের এক্স হ্যান্ডলে প্রার্থীদের নাম জানানো হয়েছে। লোকসভা ভোটের আগেই রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থীতালিকায় বড় চমক দিল তৃণমূল। এ বারের তালিকায় স্থান পাননি রাজ্যসভার পুরনো তিন সাংসদ। শুধুমাত্র নাদিমুল হককেই আবারও প্রার্থী করা হয়েছে। সাংবাদিক সাগরিকা ঘোষ, প্রাক্তন সাংসদ মতুয়া মহাসংঘের সভাপতি মমতাবালা ঠাকুর, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এবং মহম্মদ নাদিমুল হককে প্রার্থী করা হয়েছে এ বার।
উল্লেখযোগ্যভাবে, রাজ্যসভায় এ বার তৃণমূল কংগ্রেস প্রার্থী করল তিন মহিলাকে। এই তালিকায় সাংবাদিক সাগরিকা ঘোষ, মমতাবালা ঠাকুর ও সুস্মিতা দেব। এর মধ্যে মমতাবালা ঠাকুর ও সুস্মিতা দেব উভয়েই আগে সাংসদ ছিলেন। লোকসভায় কাজের অভিজ্ঞতা আছে। সুস্মিতা দেব রাজ্যসভাতেও তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আশ্চর্যজনকভাবে এই তালিকায় নাম নেই শান্তনু সেনের। বাদ গেলেন আবীর রঞ্জন বিশ্বাস ও শুভাশিস চক্রবর্তীও।
প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পেছনে মহিলা ভোটব্যাঙ্কের একটা বড় ভূমিকা ছিল। তাই লোকসভা ভোটের আগে রাজ্যসভাতেও মহিলা মুখকেই প্রাধান্য দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, মমতাবালাকে প্রার্থী করেও লোকসভা ভোটের আগে মতুয়া সমাজেকে বড় বার্তা দিল তৃণমূল।