NE UpdatesAnalyticsBreaking News
তিন দিন ডিব্রুগড় সচিবালয়ে থাকবেন মুখ্যমন্ত্রী
গুয়াহাটি, ২২ ডিসেম্বর : রাজ্য সরকার বর্তমানে একের পর এক অভিলাষী প্রকল্প হাতে নিয়েছে। সেইসঙ্গে এই কাজগুলো সঠিকভাবে কম সময়ের মধ্যে শেষ করতে এ বার ডিব্রুগড়েও শুরু হয়েছে সচিবালয়ের কাজকর্ম। এইসব কার্যসূচিকে সঠিক রূপ দিতে রবিবার বিকেলে তিন দিনের সফরসূচি নিয়ে ডিব্রুগড়ে পৌছেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এই কয়দিনে তিনি ডিব্রুগড় সচিবালয় থেকে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের কাজকর্ম পরিচালনা করবেন। সোমবার তিনি ডিব্রুগড়ের মানকটা খেলার মাঠে এক প্রকাশ্য সভায় অংশগ্রহণ করবেন।
জানা গেছে, এই প্রকাশ্য সভা শেষে মুখ্যমন্ত্রী সচিবালয়ে নবগঠিত খোয়াং বিধানসভা কেন্দ্রের সরকারি কাজকর্ম পর্যালোচনা করবেন। এ সংক্রান্ত এক পর্যালোচনা সভায় এই বিধানসভা কেন্দ্রের উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত থাকা সব বিভাগের আধিকারিকও উপস্থিত থাকবেন। এর পরদিন অর্থাৎ মঙ্গলবার তিনি সচিবালয়ের সভাকক্ষে সদিয়া বিধানসভা কেন্দ্রের এক পর্যালোচনা সভায় অংশ নেবেন। এরপর বিকেলে তিনি গুয়াহাটির উদ্দেশে যাত্রা করবেন।
প্রসঙ্গত, ডিব্রুগড়ে থাকা জলসম্পদ বিভাগের অতিথিশালাটিই বর্তমানে সচিবালয়ের রূপ পেয়েছে। গত ৬ সেপ্টেম্বর রাজ্য সরকার ডিব্রুগড়ে মিনি সচিবালয়ের শুভারম্ভ করে কাজকর্ম পরিচালনা শুরু করেছে। মূলত উজান অসমের ৯টি জেলা অর্থাৎ তিনিসুকিয়া, ডিব্ৰুগড়, ধেমাজি, লখিমপুর, মাজুলি , চরাইদেও, শিবসাগর, যোরহাট ও গোলাঘাট জেলার কাজকর্ম ডিব্রুগড়ের সচিবালয় থেকে পরিচালনা করা হয়।