Barak UpdatesAnalyticsBreaking News
তালিকার নাম নিয়ে আপত্তি জানাতেও প্রমাণ চাই
শেষমেশ বহু প্রতীক্ষিত এনআরসি প্রকাশিত হল রাজ্যে। এতে বরাক উপত্যকা সহ অন্য জেলার অনেকর নামই বাদ পড়েছে । প্রশাসন আগেই জানিয়ে দিয়েছিল এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। দাবি ও আপত্তির ফর্ম পূরণ করে আবেদন জানানো যাবে।
আবার এনআরসি তালিকায় থাকা কারও নাম নিয়ে কেউ আপত্তি জানাতে চাইলে তাও পদ্ধতি মেনে দাখিল করা যাবে বলে প্রশাসন জানিয়ে দেয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কাছাড়ের জেলাশাসক বলেন, তালিকার কারও নাম নিয়ে কেউ আপত্তি জানালে সংশ্লিষ্ট ব্যাক্তির নাম গোপন রাখা হবে। তবে আপত্তি জানানোর সময় ন্যূনতম প্রমাণ দাখিল করতে হবে । তা না হলে আবেদন গ্রাহ্য করা হবে না। ফলে কেউ তালিকার নাম নিয়ে আপত্তি জানাতে চাইলেও তা যে একেবারেই সহজ নয়, জেলাশাসকের কথাতেই তা স্পষ্ট ।