Barak UpdatesHappeningsBreaking News
ওমিক্রনে উদ্বেগের কিছু নেই, মৃত্যুহার খুব কম, বললেন ডা. গুপ্ত
ওয়েটুবরাক, ১১ ডিসেম্বর : ওমিক্রন নিয়ে উদ্বেগের কিছু নেই৷ এ পর্যন্ত এর যে চরিত্র সামনে এসেছে, তাতে স্পষ্ট, এর মৃত্যুহার অত্যন্ত কম৷ সংক্রমিত করলেও করোনার আগের দুই পর্বের মত ভয়ানক নয়৷
এই কথা জানিয়েছেন শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত৷ ওমিক্রন নিয়ে দ্রুত গুজব ছড়িয়ে পড়লেও মানুষ আসলে কতটা উদ্বেগে, এ নিয়ে সন্দিহান তিনি৷ বললেন, মেডিক্যাল কলেজ আসা-যাওয়ার পথে খেয়াল করে দেখেছেন, ৯০ শতাংশ মানুষের মুখে মাস্ক নেই৷ নিজেও যে সংক্রমিত হতে পারেন, সে কথা ভাবতেই নারাজ তাঁরা৷
আচমকা একসঙ্গে বেশ কয়েকজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন৷ ডা. গুপ্ত জানালেন, তাঁরা সবাই ভালো আছেন৷ মেডিক্যালে ভর্তি কি হোম আইসোলেশন, সকলে শারীরিক দিক থেকে সুস্থ৷ একজন শনিবার মেডিক্যাল থেকে বাড়ি ফিরেছেন৷