NE UpdatesBarak UpdatesAnalytics
ঝড়ে ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য করবে রাজ্য সরকার
১৯ এপ্রিল : রাজ্যের বিভিন্ন স্থানে ঝড়ে ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য করবে সরকার। সরকারের পক্ষ থেকে সোমবার এ কথা জানানো হয়েছে। দুর্যোগ মোকাবিলা বিভাগের মন্ত্রী যোগেন মোহন্ত জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সম্প্রতি কালবৈশাখী ঝড়ে রাজ্যের বিভিন্ন স্থানে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। এ পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবার অনেকে আহত হয়েছেন। বহু মানুষ একমাত্র আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে এসে পড়েছেন।
এ দিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলো সংস্কারের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে দেড় লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করা হয়েছে। ঝড়ে যে সব পরিবারের কাচাঘর নষ্ট হয়েছে, সেই পরিবারগুলোকে ৯৫ হাজার টাকা করে দেওয়া হবে। কালবৈশাখী তাণ্ডবে যাদের ঘর পুরোপুরিভাবে ভেঙে পড়েছে, তাদের দেওয়া হবে ১ লক্ষ ১০ হাজার টাকা করে।
অন্যদিকে ঝড়ের তাণ্ডবে যে পরিবারে সদস্যের মৃত্যু হয়েছে, সেই পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৪ লক্ষ টাকা করে প্রদান করা হবে।