Barak Updates

ঝড়বৃষ্টিতে বরাকের চা বাগানে ব্যাপক ক্ষতি

ওয়েটুবরাক, ৩ মে : কয়েকদিনের লাগাতার ঝড়বৃষ্টির দরুন অসমের বরাক উপত্যকায় চা শিল্পের প্রচুর ক্ষতি হয়৷ টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার বরাক ভ্যালি শাখার সচিব শরদিন্দু ভট্টাচার্যের আশঙ্কা, এই বছর বরাক উপত্যকায় চায়ের উৎপাদন একেবারে ৫০ শতাংশে নেমে আসবে৷ তাতে ২০০ বছরের পুরনো শিল্পটিকে এখানে টিঁকিয়ে রাখাই মুশকিল৷ শরদিন্দু জানান, ঝড়বৃষ্টিতে শুধু চা গাছের ক্ষতি হয়েছে, তা নয়৷ বহু বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত হয়ে পড়ে৷ দিনরাত জেনারেটর চালিয়ে রাখায় খরচ বেড়ে গিয়েছে৷ ট্র্যাক মেরামতির জন্য কয়েকদিন ধরে রেল চলাচল বন্ধ ও সড়কপথে ধস নামায় উপত্যকা যোগাযোগ বিচ্ছিন্ন৷ বর্ষার মরশুমে এমন ব্যাপার আরও ঘটবে বলেই আশঙ্কা চা উৎপাদকদের৷ প্রসঙ্গত, গত বছর বরাকের বাগানগুলিতে মোট ৩৮.৮১ মিলিয়ন কিলোগ্রাম চা উৎপাদিত হয়৷ ২০২২ সালে উৎপাদিত হয়েছিল ৪০.৯৩ মিলিয়ন কিলোগ্রাম৷ দুইদশক আগে ২০০৩ সালে বরাকের তিন জেলায় উৎপাদন হয়েছিল ৫৬.২৬ মিলিয়ন কিলোগ্রাম৷

শরদিন্দুবাবু জানান, সব দিনেই বৃষ্টি ক্ষতি করছিল, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয় ৩০ এপ্রিল রাতে৷ হাজার হাজার হেক্টর এলাকায় চা গাছ নষ্ট হয়েছে৷ ফ্যাক্টরি, স্টোর সহ বহু আবাসনের চাল উড়ে গিয়েছে৷ বিশেষ ভাবে লোকসানের মুখে পড়ে আয়নাখাল টি এস্টেট, সাউথ কাছাড় টি এস্টেট, মণিপুর টি এস্টেট, কয়া টি এস্টেট, বর্নিব্রিজ টি এস্টেট এবং কাঞ্চনপুর টি এস্টেটের৷ ধোয়ারবন্দ অঞ্চলের আইরংমারা টি এস্টেট, বড়জালেঙ্গা টি এস্টেট, ওয়েস্ট জালেঙ্গা টি এস্টেট, কৈলাশপুর টি এস্টেট, ধোয়ারবন্দ টি এস্টেট ক্ষতিগ্রস্ত হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker