Barak UpdatesBreaking News
জয়দেব নৃত্যের কর্মশালা উদ্বোধন করলেন রাজদীপ
১৫ জুন : বাবা স্বচ্ছ রাজনীতি করেছেন। জনপ্রতিনিধি হিসেবে সবার সুখ-দুঃখে সমানভাবে পাশে দাঁড়িয়েছেন। কখনও নিজের দায়িত্ব ও দায়বদ্ধতা থেকে পিছু হঠেননি। আমিও রাজনীতির সেই ধারাবাহিকতাকে বজায় রাখব। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংস্কৃতি পরিষদের জয়দেব নৃত্যের ওপরে এক কর্মশালার উদ্বোধন করতে এসে এভাবেই বললেন নবনির্বাচিত সাংসদ ডাঃ রাজদীপ রায়।
শনিবার চাঁদমারির সাধুঠাকুর আশ্রমে শুরু হয়েছে চার দিনের এই প্রশিক্ষণ কর্মশালা। এতে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, দেশ ও সমাজের সেবায় উল্লেখযোগ্য অবদান রয়েছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের। আগামীতেও প্রধানমন্ত্রী মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিসওয়াস’ এই ভাবনার সঙ্গে তাল মিলিয়ে সেই পরম্পরা জারি থাকবে।
এ দিন, বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা ও সংস্কৃতি পরিষদের তরফে সংবর্ধনা জানানো হয় তাঁকে। মহাসভার পক্ষে দাবি সংবলিত এক স্মারকপত্র তুলে দেওয়া হয় সাংসদের হাতে। যোগেন্দ্রকুমার সিনহা, চন্দ্রকান্ত সিনহা, স্বপন কুমার সিনহা, রাজেন্দ্র সিনহা, কর্মশালার প্রশিক্ষক মধু রাজকুমার সহ অন্যরা উপস্থিত ছিলেন।