NE UpdatesBarak UpdatesBreaking News
জ্যোতি বিতর্কে সেরা গুয়াহাটির ন্যাশনাল ল ইউনিভার্সিটি
১০ নভেম্বরঃ জ্যোতি বিতর্কে সেরার পুরস্কার ছিনিয়ে নিল গুয়াহাটির ন্যাশনাল হাই স্কুল। টিম হিসেবে তারা যেমন প্রথম হয়েছে। ব্যক্তিগত মানদণ্ডেও দুইজনই পুরস্কৃত হয়েছে। শ্রেষ্ঠা ব্যানার্জি প্রথম, তৌহিদ আলম লস্কর তৃতীয়। ব্যক্তিগত বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে আসাম বিশ্ববিদ্যালয়ের মনসিজো ভট্টাচার্য। টিম হিসেবেও আসাম বিশ্ববিদ্যালয়ের জ্যোতি সিংকে সঙ্গে নিয়ে মনসিজো দ্বিতীয় হয়েছে। টিম ইভেন্টে তৃতীয় শিলচরের মহর্ষি বিদ্যালয়ের সূর্যাদিত্য শর্মারায় ও মৃন্ময় নাগ।
মোট ছয়টি দল ফাইনালে সুযোগ পায়। অন্য তিন ফাইনালিস্ট টিম হল গুরুচরণ কলেজের স্বাগতম রায় ও স্নেহা চক্রবর্তী, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ভাবনা বর্মন ও বিশাল দত্ত এবং সেন্ট এডমনসের সেফিসিশা খারজিনতেং ও সঞ্চারী বসু। প্রত্যেক ফাইনালিস্টকে শংসাপত্র ও নগদ অর্থে পুরস্কৃত করা হয়।
জ্যোতির পূর্ব সুনামের দরুন এ বার ফের প্রতিযোগিতার কথা ঘোষণা হতেই মানুষের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যায়৷ একে আরও আকর্ষণীয় করে তোলে নাগাল্যান্ডের রাজ্যপাল আর এন রবির উপস্থিতি৷ প্রধান অতিথি ছাড়াও তিনি ছিলেন বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের স্পিকার৷ বিচারকের আসনে ছিলেন অপ্রতীম নাগ, দেবাশিস চক্রবর্তী ও সুপর্ণা দাস৷ চূড়ান্ত পর্বে বিলের প্রস্তাবক হিসেবে উপস্থিত ছিলেন জিসি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পার্থ চন্দ৷ একইভাবে প্রতিযোগিতার বাইরে থেকে বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেন টাইমস অব ইন্ডিয়া গ্রুপের প্রাক্তন কর্মকর্তা নীলাঞ্জন রায়৷