India & World UpdatesAnalyticsBreaking News
জি-২০ সম্মেলনের জন্য ২০০’র বেশি ট্রেন বাতিল, চলবে না ১৬০ বিমান
নতুন দিল্লি, ৩ সেপ্টেম্বর ঃ জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন একাধিক দেশের রাষ্ট্রনেতারা। ফলে নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না কেন্দ্র সরকার। উত্তর রেলের তপ্রপফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ২০০ টেনকে হয় বাতিল করা হয়েছে, না হয় অন্যপথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ৮ থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে ছিল এই ট্রেনগুলো। এর মধ্যে ৯ সেপ্টেম্বর ৯০টির বেশি ট্রেন বাতিল করা হয়েছে। এরপর ১০ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে ১০০’র বেশি প্যাসেঞ্জার ট্রেন। এছাড়া আকাশপথেও ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে বলে জানা গেছে। এজন্য ইন্দিরা আন্তর্জাতিক বিমান বন্দরে আসা-যাওয়া মিলিয়ে ৮ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে ১৬০টি ঘরোয়া উড়ান বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ সম্মেলনের আয়োজন করছে ভারত। এই মেগা ইভেন্টে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের একাধিক নেতারা শামিল হবেন। এ নিয়েই সবধরনের ব্যবস্থা আগে থেকেই গ্রহণ করা হচ্ছে। সদস্য দেশ ছাড়াও অতিথি দেশের তরফে প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।