Barak UpdatesBreaking News
জন্মদিনে নজরুলকে শ্রদ্ধা, শিলচরে ছাত্রসংস্থার শোভাযাত্রা
২৬ মে : জন্মদিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করলো শিলচর। রবিবার সকালে শিলচর পার্ক রোডে নজরুল মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে বিভিন্ন সংস্থা। নজরুল একাডেমির শিলচর শাখা এ দিন সকাল সাতটায় নজরুল মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে। একাডেমির সদস্য সদস্যারা কাজী নজরুলের গান গেয়ে তাকে শ্রদ্ধা জানান।
সারা ভারত গণতান্ত্রিক ছাত্র সংস্থার পক্ষ থেকেও এ দিন বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জানানো হয়। ছাত্র সংগঠন সকালে তাদের কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের করে নজরুল মূর্তির সামনে এসে পুষ্পার্ঘ নিবেদন করে। এখানে বিভিন্ন শিল্পীরা নজরুল গীতি পরিবেশন করেন। এআইডিএসও-এর পক্ষ থেকে বলা হয়, এ দিন সারা দেশজুড়ে সংগঠনের পক্ষ থেকে বিদ্রোহী কবিকে স্মরণ করা হয়েছে।
সংগঠনের রাজ্য সম্পাদক প্রোজ্জল দেব বলেন, কবি যে সাম্য ও স্বাধীনতা চেয়েছিলেন, ধর্ম-বর্ণ জাতপাতের ঊর্ধ্বে উঠে এক ভারতীয় হিসেবে থাকার যে কথা বলেছিলেন বিদ্রোহী কবি, সেই স্বপ্ন আজকের ভারতে পূরণ হয়নি। কবির সেই স্বপ্নকে বাস্তবায়িত করে তুলতে এআইডিএসও ফের অঙ্গীকারবদ্ধ হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।