NE UpdatesAnalyticsBreaking News
জনগণের ক্ষতি করার চেষ্টা করলেই অ্যাকশন : বিশেষ ডিজিপি হরমিত সিং
আলফা স্বাধীনের স্থাপন করা বোমার খোঁজে এবং সংগঠনের এইসব কাজ বন্ধ প্রতিহত করতে জেলায় জেলায় পুলিশের শীর্ষ আধিকারিক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শনিবার শিবসাগরে বিশেষ তৎপরতা চালানোর পর রবিবার ডিব্রুগড়ে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। রাজ্য পুলিশের বিশেষ সঞ্চালক প্রধান হরমিত সিং এ দিন ডিব্রুগড়ে এক বৈঠকে মিলিত হন। এছাড়াও এই বৈঠকে আইজিপি প্রশাসন পার্থসারথি মহন্ত, আইজিপি উত্তরপূর্ব সত্যরাজ হাজরিকা এবং ডিব্রুগড়, ধেমাজি, লখিমপুর, তিনসুকিয়া ও সদিয়া জেলার পুলিশ সুপার ও বিভিন্ন থানার ওসিরা উপস্থিত ছিলেন।
এই বৈঠকে আলফার রাখা বোমা উদ্ধারের পর এর তদন্ত প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ ডিজিপি হরমিত সিং বলেন, ডিব্রুগড়ে অনুষ্ঠিত বৈঠকে তদন্ত প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জনগণকে নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য যা যা করা দরকার, সব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।