India & World UpdatesBreaking News

পুলওয়ামাঃ নজরদারিকে কী করে ফাঁকি দিল, প্রশ্ন এসইউসিআই-র
Pulwama: How was the security evaded? asks SUCI

১৮ ফেব্রুয়ারিঃ গত ১৪ ফেব্রয়ারি পুলওয়ামাতে সংগঠিত সি আর পি এফ জওয়ানদের কনভয়ের উপর বর্বোরচিত উগ্রপন্থী আক্রমনের তীব্র ভাষায় নিন্দা জানায় এসইউসিআই৷ ওই আক্রমণে চল্লিশেরও অধিক সি আর পি এফ জওয়ানরের মর্মান্তিক মৃত্যু ঘটেছে এবং অনেক জওয়ান মারাত্মক ভাবে আহত হয়েছেন ৷ এস ইউ সি আই ( কমিউনিস্ট ) দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, তীব্র নজরদারিকে ফাঁকি দিয়ে কিভাবে সশস্ত্র উগ্রপন্থীদল উচ্চ নিরাপত্তা বলয়ে প্রবেশ করে এরকম একটা পরিকল্পিত হত্যাকান্ড সংগঠিত করতে পারল? তাঁর কথায়, প্রতি বছর কেন্দ্রীয় বাজেটে ব্যয় বরাদ্দ বৃদ্ধি  হওয়া সত্বেও এরূপ আক্রমণ নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক-ফোকর এবং ত্রুটিকে প্রকট করে তোলে ৷

তিনি উদ্বেগের সাথে বলেন যে সশস্ত্র সুরক্ষাবল যেখানে নিরাপদ নয় সেখানে দেশের সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায় ? তিনি নিহত জওয়ানদের শোকাহত পরিবার এবং আহতদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেন।
English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker