Barak UpdatesBreaking News
ছিনতাইঃ পশ্চিমবঙ্গের দুই যুবককে জেলে পাঠাল আদালত, কিশোরকে হোমে
কিন্তু শেষরক্ষা হয়নি শিলচর বড় ডাকঘরে ছিনতাইয়ের ছক কষে। ধরা পড়ে গেল পশ্চিমবঙ্গের তিন ছিনতাইবাজ। তারা ডাকঘরের এক এজেন্টের টাকার ব্যাগ ছিনিয়ে পালানোর চেষ্টা করছিল। স্থানীয় জনতা ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে তুলে দেয়। ধৃতদের মধ্যে রাতিফ গোয়ালা ১৩ বছরের কিশোর। বাড়ি কোচবিহার জেলার রাজগঞ্জে। অন্য দুজন অনুরাগ সিংহ (২২) ও সঞ্জয় সিংহ (৩৯) উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা।
ডাকবিভাগের এজেন্ট নিখিল আচার্য ৬০ হাজার টাকা জমা দিতে ডাকঘরে ঢুকলে তারা তাঁর ব্যাগের দিকে খেয়াল রাখছিল। ভেতরে অবশ্য টাকার ব্যাগ হাতছাড়া হওয়ার সুযোগ ছিল না। কারিগরি সমস্যায় টাকা জমা নেওয়া হচ্ছে না বলে ব্যাগ তাঁর হাতেই থাকে। বেরিয়ে যখন সাইকেলে চড়তে যাবেন, তখনই রাতিফ এসে সামনে দাঁড়ায়। নীচে পড়ে থাকা একটি পাঁচ টাকার মুদ্রা দেখিয়ে তা নিখিলবাবুর কিনা জানতে চায়। তিনি নীচের দিকে তাকাতেই সাইকেলেক হ্যান্ডেল থেকে ব্যাগ নিয়ে ছুটতে থাকে রাতিফ। উপস্থিত জনতা পিছু ধাওয়া করে ধরে ফেলে তাকে। জিজ্ঞাসাবাদের সময় অনুরাগ-সঞ্জয় ভিড়ে মিশে গিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। সুযোগ বুঝে রাতিফকে নানা ইঙ্গিত করছিল। ধরা পড়ে যায় একবার। পুলিশ এলে স্বীকার করে, তিনজন একই চক্রের চাঁই। তাদের আদালতে তোলা হলে কিশোর রাতিফকে হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদের বিচারকের নির্দেশে জেলে পাঠিয়ে দেয় পুলিশ।