NE UpdatesAnalyticsBreaking News

ছাত্রছাত্রী না থাকা বিদ্যালয়ই একত্রীকরণ হবে, মন্তব্য শিক্ষামন্ত্রীর

২৬ জুলাই : রাজ্যের শিক্ষামন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, নতুন করে কোনও বিদ্যালয় প্রাদেশিকীকরণ হবে না। এ বার তিনি বললেন, প্রাদেশিকীকরণ আইন ২০১৭-এর আওতায় থাকা বিদ্যালয়গুলো প্রাদেশিকীকরণ করা হবে। ইতিমধ্যে রাজ্যে ২৬ হাজার গ্রামের বিপরীতে ৪৮ হাজার বিদ্যালয় রয়েছে। বিদ্যালয় একত্রীকরণ সম্পর্কে শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু বলেন, মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে একশ’র কম ছাত্রছাত্রী থাকা এক হাজার বিদ্যালয় রয়েছে রাজ্যে। এক্ষেত্রে ছাত্রছাত্রী না থাকা বিদ্যালয়গুলোই একত্রীকরণ হবে। তবে পড়ুয়া থাকলে সেগুলো একত্রীকরণ হবে না। এ ব্যাপারে দূরত্ব কোনও বিষয় হবে না। আদর্শ বিদ্যালয়গুলো সরকারি সংস্থার দ্বারা পরিচালিত হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষকদের বদলি সংক্রান্ত হাজার হাজার ফাইল দিসপুরে পড়ে থাকে। গত দুদিনে অনলাইনের মাধ্যমে ৭৭১৬ জনের বদলির কাজ সম্পূর্ণ হয়েছে। একটি পোর্টালের মাধ্যমে প্রথম পর্যায়ে বদলি করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে বদলির কাজ ২-১ দিনের মধ্যে শুরু হবে। এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে কারও সঙ্গে দেখা করতে হয় না, বা কাউকে পান খাওয়ানোরও প্রয়োজন পড়ে না। প্রথমে বদলি ও তার পর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, প্রতিটি বিদ্যালয়ে ডিভাইস দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ বার সমগ্র শিক্ষা অভিযানের মাধ্যমে ৬৫ হাজার শিক্ষককে ট্যাবলেট দেওয়ার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞান, অঙ্ক ও ইংরেজি শিক্ষার জন্য অ্যাপ প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমেই শিক্ষাদান করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker