Barak UpdatesBreaking News
চা বাগান ধন পুরস্কার মেলায় এ বার ২৫০০ দেবে প্রশাসন
১৮ ফেব্রুয়ারি : চা বাগান ধন পুরস্কার মেলার দ্বিতীয় পর্যায়ে আরও ২৫০০ টাকা করে দেবার জন্য কাছাড়ের জেলা প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।এ উদ্দেশ্যে গত ১৫ ফেব্রুয়ারি গুয়াহাটিতে এক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন চা বাগানের কর্মীদের এই পুরস্কার প্রদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী l
২০১৭ সনের ৩১ মে-র আগে যে সকল বাগান কর্মীরা অ্যাকাউন্ট খুলেছিলেন তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে প্রথম পর্যায়ে ২৫০০ টাকা প্রদান করা হয়েছে। তবে যাদের কোনও অ্যাকাউন্ট ছিল না, বা প্রথম পর্যায়ের টাকা দেওয়া যায়নি তাদের একসাথে ৫০০০ টাকা করে দেবার ব্যবস্থা করতে সোমবার শিলচরে কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলাশাসক রণদীপ দাম জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার জগৎজ্যোতি ভট্টাচার্য, উধারবন্দ কেন্দ্রের বিধায়ক মিহির কান্তি সোম, সংশ্লিষ্ট বাগান এলাকার বিডিও, , ধলাই এবং অন্যান্য বিধানসভা কেন্দ্রের বিধায়কদের প্রতিনিধি, টাই-এর প্রতিনিধি এবং অন্যান্য বিভিন্ন আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন l
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে যে সকল বাগানগুলোতে কর্মীদের অ্যাকাউন্টে চা বাগান ধন পুরস্কার মেলার অর্থ এখনও জমা হয়নি তাদের অ্যাকাউন্টে এই ধন জমা দেওয়ার ব্যবস্থা করা, এ বিষয়ে তাদের অভাব অভিযোগ সম্পর্কে অবহিত হওয়া এবং অন্যান্য অভিযোগ সম্পর্কিত বিষয় খতিয়ে দেখা হবে l