NE UpdatesBarak Updates
চা বাগানে আক্রান্তের সংখ্যা ২০ হলেই কনটেনমেন্ট জোন
১৫ মে : রাজ্যের চা বাগানগুলোতে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় কোভিড প্রতিরোধে কিছু কঠোর নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। চা বাগানের জন্য এই নির্দেশিকায় বলা হয়েছে, যদি একটি চা বাগানের ২০ জন কোভিড আক্রান্ত হয়ে যান, তাহলে সেই চা বাগানকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হবে। ‘কোনও চা বাগানে প্রতিদিন আক্রান্তের সংখ্যা সমান বা ৫-এর বেশি হয়, অথবা বাগানে মোট আক্রান্তের সংখ্যা ২০-এর বেশি হলে ততক্ষণাত ওই বাগানকে কনটেনমেন্ট জোন করা হবে’, নির্দেশিকায় স্পষ্ট করে এ কথা বলা হয়েছে।
তবে বাগানের শ্রমিকদের বস্তি না অন্য ইউনিট লকডাউনের আওতায় থাকবে, তা ওই চা বাগানের ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে বাগান কর্তৃপক্ষ বা স্থানীয় সার্কল অফিসার স্থির করবেন। বাগানের শ্রমিক ও কর্মচারীদের নিয়মিত কোভিড টেস্ট করতেও বলা হয়েছে। শ্রমিক বস্তি বা বাগানের অন্য কোথাও কোনও পজিটিভ রোগী পাওয়া গেলে তাকে হোম আইসোলেশনে থাকার অনুমতি দেওয়া হবে না। তাদের প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় সুবিধাযুক্ত বাগানের কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যেতে হবে। বাগানের কোনও কম্যুনিটি হল বা স্কুলঘরে কোভিড কেয়ার সেন্টার স্থাপনে বাগান কর্তৃপক্ষকে সবধরনের সহায়তা করতে হবে। তবে শুধুমাত্র উপসর্গহীন কোভিড রোগীরাই বাগানের কেয়ার সেন্টারে থাকতে পারবেন।