Barak UpdatesAnalyticsCulture
চমক নিয়ে তৈরি অম্বিকাপুর হাসপাতাল রোডের পুজো, তৈরি থিম সং
ওয়েটুবরাক প্রতিবেদন, ২৯ সেপ্টেম্বর : করোনা কাল কাটিয়ে এ বছর সেই পুরনো ধাঁচে চমক দিয়ে পুজোর আয়োজন করছে অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোডের পুজো। এবার এই পুজো ১০৩ বছরে পা দিয়েছে। শতবর্ষ উদযাপনের পর গত দু’বছর আড়ম্বর ছাড়াই পুজোর আয়োজন করেছে কমিটি। এবার যেন তারা স্বমহিমায় ফিরছে। মূলত মহালয়ার ভোরে জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়েই পুজোর আয়োজন শুরু। সব মিলিয়ে বাজেট ধরা হয়েছে ৭ লক্ষ টাকা।
ইতিমধ্যেই পুজোকে কেন্দ্র করে একটি থিম সং তৈরি হয়ে গেছে। এতে কণ্ঠ দিয়েছেন রাজু সেনগুপ্ত, জয়দীপ চক্রবর্তী, দলছুট ও তরুণ সংঘের শিল্পীরা। এর কথা ও সুর শিলচরের বিশিষ্ট সঙ্গীতশিল্পী ঋষিকেশ চক্রবর্তীর। পঞ্চমীতে মন্ডপ উদ্বোধনের ক্ষেত্রে অভিনবত্ব রেখেছেন উদ্যোক্তারা। শ্মশান কর্মী, সাফাই কর্মী ও কুমারের মতো খেটেখাওয়া মানুষেরাই এবার মণ্ডপ উদ্বোধন করবেন। মণ্ডপ সজ্জায় রয়েছেন আলো পাল।
প্রতিমা সজ্জায়ও এ বছর বিশেষত্ব রাখা হয়েছে। ফুলেরতলের ডাঃ নবেন্দু চক্রবর্তী প্রতিমা তৈরি করছেন। মাটির ভাঁড় দিয়ে তৈরি হচ্ছে দেবীর গয়না। এই গয়নাগুলো তৈরি করছেন শিল্পী নিমাই সাহা। প্রতি বছরের মতো এবারও থাকবে কুমারী পুজো। উদ্যোক্তারা জানালেন, পুজোর দিনগুলোতে সাধারণ দর্শনার্থীদের জন্য রকমারি প্রসাদের আয়োজন করা হবে। থাকবে পিঠেপুলি, চিঁড়ের পোলাও, বিরিয়ানি আলুর দম ইত্যাদি। পাশাপাশি পাড়ার ঐতিহ্য মেনে প্রতি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছেই।
এদিকে গোটা মণ্ডপকে সিসিটিভি নজরদারির আওতায় রাখা হচ্ছে। ট্রাফিক সহ দর্শনার্থীদের ভিড় সামাল দিতে পুজো মণ্ডপ চত্বরে স্বেচ্ছাসেবকদের একটি বড় দলও রাখা হবে। ফলে এই পুজো যে এ বার প্রচুর সংখ্যক দর্শনার্থী টানবে, তা আর বলার অপেক্ষা রাখে না।