NE UpdatesBarak UpdatesBreaking News

চন্দ্রনাথপুর-লংকা রেললাইনই একমাত্র সমাধান, বলল সংগ্রাম কমিটি

৪ জুন : শিলচর- লামডিং রেললাইনে ধস পড়ে রেল চলাচল ব্যাহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে শিলচর – লামডিং ব্রডগজ রূপায়ণ সংগ্রাম কমিটি। কমিটির অন্যতম আহ্বায়ক অজয় রায় বলেন, জনগণের আশা ছিল ব্রডগজ হলে বর্ষাকালে রেল চলাচল বন্ধ হবে না । কিন্তু বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের যাত্রীদের দুর্ভোগ শেষ হয়ে যায়নি৷

সংগ্রাম কমিটি বিষয়টি বিবেচনা করে ব্রডগজ লাইন চালুর ঠিক পরই বিকল্প রেললাইন হিসেবে চন্দ্রনাথপুর-লংকা রেলপথ নির্মাণের দাবি করেছিল। কিন্তু বরাক উপত্যকার জনপ্রতিনিধি সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সরকার এবং সর্বোপরি কেন্দ্র সরকারের উদাসীনতার ফলে বিকল্প রেললাইন নির্মাণের কোনো প্রচেষ্টাই পরিলক্ষিত হচ্ছে না৷

সংগ্রাম কমিটির সদস্য মলয় ভট্টাচার্য এব্যাপারে আর টি আই করে যে তথ্য সংগ্রহ করেছেন তাতে জানা যায়, এই বিকল্প রেলপথ নির্মাণ সম্ভব বলে রেল মন্ত্রকও মনে করে । আগামীতে মিজোরাম ও মণিপুর রাজ্যের রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন হলে রেলের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে । তাই বিকল্প রেলপথ নির্মাণ না হলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে। সংগঠনের পক্ষ থেকে তাই চন্দ্রনাথপুর – লংকা বিকল্প রেলপথ নির্মাণের জন্য কেন্দ্র সরকারের নিকট জোরালো দাবি জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker