Barak UpdatesHappeningsCultureBreaking News
বাংলা সাহিত্য সভার করিমগঞ্জ সমিতি গঠিতKarimganj committee of Bangla Sahitya Sabha, Asom formed
ওয়েটুবরাক, ৩ অক্টোবর : ‘বাংলা সাহিত্য সভা, অসম’-এর করিমগঞ্জ সমিতি গঠিত হয়েছে৷ সভাপতি পদে মনোনীত হয়েছেন রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ড. শর্মিষ্ঠা খাজাঞ্চি৷ সম্পাদক শ্যামসুন্দর বিদ্যামন্দির হাইস্কুলের বিজ্ঞানশিক্ষক শুভ্রাংশু প্রকাশ দে৷
উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন উপাধ্যক্ষ ড. গীতা সাহা ও করিমগঞ্জ মহাবিদ্যালয়ের প্রাক্তন সহযোগী অধ্যাপক মৃণালকান্তি দত্ত৷
সহ-সভাপতিরা হলেন শ্যামসুন্দর বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা দিপ্তী দে ও মহাদেব উচ্চতর বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক বিজয় কৃষ্ণ ঘোষ৷
সহ-সম্পাদক হয়েছেন বিদ্যার্থী ভবন নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপড়ি দেব ও বিশিষ্ট চিত্রকর মানস ভট্টাচার্য৷ কোষাধ্যক্ষ করিমগঞ্জ মহাবিদ্যালয়ের বাস্তুবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগীয় প্রধান ড. মালবিকা ভট্টাচার্য৷
সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মদনমোহন মাধবচরণ উচ্চতর বালিকা বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক দিপালী দেব ও প্রধানশিক্ষক মৃণাল কান্তি পাল৷ চন্দন কুমার রায় ও অরূপ চক্রবর্তীকে প্রচার সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়েছে৷
নতুন কার্যকরী সদস্যরা হলেন পূবালী দাস পুরকায়স্থ (শিক্ষক, ১০৮৯ লামাজুয়ার নিম্ন প্রাথমিক পাঠশালা) এবং ড. বিশ্বজিৎ ভট্টাচার্য, (অধ্যাপক বাংলা বিভাগ, করিমগঞ্জ মহাবিদ্যালয়)৷