Barak UpdatesSportsBreaking News
গ্রামীণ ভলিবল শুরু
২ ডিসেম্বর : কণিকা স্বামী স্মৃতি গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা শুরু হল আজ, শনিবার। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই প্রতিযোগিতা আজ সকালে শুরু হলো ইটখোলা দুর্গা মণ্ডপের মাঠে । শিলচর ডিএসএ-র সভাপতি বাবুল হোড়ের পৌরোহিত্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ পার্থসারথি চন্দ, ক্রীড়া সংগঠক রতন সিং, স্পনসরার দেবাশিস স্বামী, দেবজ্যোতি স্বামী, ভলিবল প্রশিক্ষক বদরউদ্দিন মজুমদার প্রমুখ।
খেলায় শেষ চারে প্রবেশ করেছে শ্রীকোণা রাহাতপুর ক্লাব, সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব (কাজিডহর), শ্রীকোণা ভলিবল অ্যাকাডেমি এবং ডিপিডিও আমজুরঘাট। সারাদিন ধরে চলে খেলা। সাড়া পাওয়া যায় ব্যাপক। ১৪টি দল অংশ নিয়েছে এতে। দুদিন ব্যাপী আসরে রবিবার হবে সেমিফাইনাল ও ফাইনাল।