India & World UpdatesAnalyticsBreaking News
গৌতম বুদ্ধের দেখানো পথেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে বিশ্ব, গুরুপূর্ণিমায় প্রধানমন্ত্রী
৩ জুলাই : আজ পবিত্র গুরুপূর্ণিমার দিন ধর্মচক্র দিবসে দেশবাসীর উদ্দেশে গৌতম বুদ্ধের অষ্টমার্গের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২১ শতকের বিশ্ব একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হবে, তবে গৌতম বুদ্ধের দেখানো পথেই বিশ্ব এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। দেশবাসীর প্রতি তিনি বলেন, বুদ্ধের বাণী আজও প্রাসঙ্গিক। ভগবান বুদ্ধের দেখানো পথেই আমাদের হাঁটতে হবে এবং তিনি যে রাস্তায় দেখিয়ে গিয়েছেন তা অনুসরণ করে চললে আমাদের সব সমস্যার মোকাবিলা করা সম্ভব।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে সমগ্র বিশ্ব অতিরিক্ত চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করছে। ভগবান বুদ্ধের আদর্শ থেকেই এই সমস্ত চ্যালেঞ্জের স্থায়ী সমাধান হতে পারে। শনিবার সকালে ভিডিও বার্তায় বক্তব্য রাখার শুরুতেই প্রধানমন্ত্ৰী বলেছেন, ‘আষাঢ় পূর্ণিমা উপলক্ষ্য আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি, যা গুরুপূর্ণিমা হিসেবেও পরিচিত। এই দিন গুরুকে স্মরণ করার, যিনি আমাদের জ্ঞান দিয়ে সমৃদ্ধ করেছেন। সেই চেতনায়, আমরা ভগবান বুদ্ধকে প্রণাম জানাই।’
কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে এবং আন্তর্জাতিক বুদ্ধিস্ট কনফেডারেশন এই উত্সবের আয়োজন করে থাকে। প্রতিবছর এই ধর্মচক্র দিবসে প্রায় ৩০ লক্ষ ভক্ত অংশ নেন। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে যে যার বাড়িতেই প্রার্থনা করে ধর্মচক্র দিবস পালন করছেন। প্রধানমন্ত্রী মোদী এ দিন ভিডিও বার্তায় বলেছেন, বৌদ্ধধর্ম আমাদের সম্মান করতে শেখায়। গরিবদের সম্মান করতে শেখায়, নারীকে সম্মান করতে শেখায়।