India & World Updates
গোয়ার ১০ বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিতে
১১ জুলাইঃ গোয়ার ১৫ কংগ্রেস বিধায়কের মধ্যে ১০ জনই বিজেপিতে যোগ দিলেন। ৪০ আসনের বিধানসভায় বিজেপির রয়েছেন ১৭ জন বিধায়ক। আর কংগ্রেসের ছিলেন ১৫ জন। তাঁদের মধ্যে বাবু কাভালেকর, বাবুশ মনসেরাট্টে এবং তাঁর স্ত্রী জেনিফার, টনি ফার্নান্ডেজ, ফ্রান্সিস সিলভেইরা, ফিলিপি নেরি রড্রিক, ক্লাফাসিও, উইলফ্রেড দে সা, নীলকান্ত হালানকার এবং ইসিডোর ফার্নান্ডেজ গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। তাঁদের মধ্যে কাভালেকর ছিলেন বিরোধী দলনেতা। তিনিই বুধবার দলত্যাগের ঘটনায় নেতৃত্ব দেব। ফলে ৪০ আসনের বিধানসভায় বিজেপি বিধায়কের সংখ্যা দাঁড়াল ২৭। সদ্য দলত্যাগী বাবু কাভালেকরের বক্তব্য, সরকার গড়ার অনেক সুযোগ ছিল কংগ্রেসের, কিন্তু নেতাদের মধ্যে ঐক্যের অভাবে তা হয়নি। আর তাঁরা তা হতেও দেবে না। ফলে বিরোধী আসনেই বসে থাকতে হবে। তাতে এলাকার উন্নয়ন হবে না। আর উন্নয়ন না হলে মানুষ পরের নির্বাচনে কেন আমাদের ভোট দেবেন? এ ছাড়া, কংগ্রেস প্রতিশ্রুতি পূরণ করতে পারে না। তাই বিজেপি-তে যোগ দিয়ে মানুষের কাজ করতে চান তাঁরা, এমনটাই দাবি কাভালেকরের।
কংগ্রেস এ বার দলের ৫ বিধায়ককেই ধরে রাখতে উদ্যোগী হয়েছে। এআইসিসি সম্পাদক এ চেল্লাকুমারকে উপকূলীয় রাজ্যে পাঠিয়েছে। বুধবার রাতে গিয়েই তিনি ৫জনকে নিয়ে বৈঠক করেন। তাঁরা দলের সঙ্গেই থাকবেন বলে চেল্লাকুমারকে জানিয়েছেন। পরে এআইসিসি সম্পাদক সাংবাদিকদের বলেন, বিজেপি গণতন্ত্রকে হত্যা করে চলেছে। কোটি কোটি টাকার টোপ দিয়ে তাঁদের দলে ভিড়িয়েছেন। চেল্লাকুমারের কথায়, তাঁরা কিছুদিন ধরেই বলছিলেন, বিজেপি কোটি টাকার লোভ দেখাচ্ছে।
আগামী ১৫ জুলাই গোয়া বিধানসভার বাদল অধিবেশন শুরু হবে। গোয়ার বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত বলেন, দুই-তৃতীয়াংশ কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছে। ফলে তাদের দলত্যাগ বিরোধী আইনে শাস্তির কোনও আশঙ্কা নেই।
English text here