Barak UpdatesBreaking News
গুমড়া লেভারপুতা সড়ক শীঘ্র সংস্কারের দাবি প্রাক্তন জেলা পরিষদ সদস্যের
১৫ জুলাই : গুমড়া লেভারপুতা পূর্ত সড়ক শীঘ্রই সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন পশ্চিম কাটিগড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী। গুমড়া লেভারপুতা পূর্ত সড়কের জিরো পয়েন্ট থেকে সাদিরখাল বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কের অবস্থা বেহাল আকার ধারণ করেছে। ওই সড়কের মগলোগড় সেতুর দু’পাশের অ্যাপ্রোচের মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। লাগাতার বৃষ্টির ফলে উইংওয়াল বিহীন ওই সেতুর অ্যাপ্রোচের মাটি ধসে পড়ায় সৃষ্টি হওয়া গর্ত যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
এ ভাবে বৃষ্টি অব্যাহত থাকলে অ্যাপ্রোচের মাটি ধসে ওই সড়কে যান চলাচল বন্ধ হতে পারে বলে অভিযোগ করেছেন সুব্রত চক্রবর্তী। ওই সড়কটি খেলমা ও লেভারপুতা জিপির লোক সহ কাটিগড়ার হাওর এলাকার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। সুব্রতবাবু বলেন, সড়ক এবং সেতুর অ্যাপ্রোচের অবস্থার কথা বার বার পূর্ত বিভাগের কার্যনির্বাহী ইঞ্জিনিয়ার এবং কাটিগড়া সাব ডিভিশনের সহকারী কার্যনির্বাহী ইঞ্জিনিয়ারকে অবগত করার পরও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি বলেন, সরকার সড়ক এবং সেতুর জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করলেও কিছু সংখ্যক সরকারি আমলা এবং ঠিকাদারের জন্য আজ জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি আরও বলেন, মগলোগড় সেতুর অ্যাপ্রোচের মাটি ধসে গিয়ে যদি ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে, তবে ভুক্তভোগী লোকদের নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবেন।