Barak UpdatesCultureBreaking News
গান-কবিতায় জন্মদিনে কবি করুণারঞ্জনকে স্মরণ
৩ নভেম্বর : গান, কবিতা ও কথায় জন্মদিনে কবি করুণারঞ্জন ভট্টাচার্যকে স্মরণ করল করুণারঞ্জন পর্ষদ। শিলচর হাসপাতাল রোডের গ্যালারি হিউ-তে কবির জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংক্ষিপ্ত পরিসরে এ দিন আয়োজন হলেও পুরো কোভিড প্রটোকল মেনেই সবকিছু করা হয়েছে।
প্রথমে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর পর জন্মদিন উপলক্ষে কেক কাটেন কবির অনুগামীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রথমে গান গেয়ে শোনান মমতা চক্রবর্তী। এরপর কবির কবিতা ও স্বরচিত কবিতা পাঠ করেন দেবপ্রতীম দেব, শাশ্বতী ভট্টাচার্য, জয়ন্তী দত্ত, বিশ্বজিত সাহা প্রমুখ। কবির কবিতা নিয়ে আসরে আলোচনা করেন শতদল আচার্য। তিনি বলেন, কবি করুণারঞ্জনের মতো কবিদের জন্যই শিলচর আজকের দিনেও কবির শহর হিসেবে আখ্যা পেয়ে যাচ্ছে। কবি কন্যা সুজয়া ভট্টাচার্য কবির ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সবশেষে নৃত্য পরিবেশন করেন শতরূপা দত্ত।