Barak UpdatesBreaking News
গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্মেলন শিলচরে
৩ আগস্ট : নারী সচেতনতার বার্তা দিয়ে নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কাছাড়-হাইলাকান্দি জেলা সম্মেলন শুরু হল শিলচরে। শনিবার প্রথম পর্বে এক মিছিল করে সমিতির বিভিন্ন স্তরের সদস্যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, জানিগঞ্জ হয়ে সদরঘাটে এসে শেষ হয় মিছিল।
এর আগে নরসিংটোলায় হয় জমায়েত। মিছিল শেষে সদরঘাটের রাধকুঞ্জ ভবনে প্রকাশ্য অধিবেশন আয়োজিত হয়। পৌরোহিত্য করেন জেলা সভানেত্রী আরাধিতা মিত্র। মুখ্য বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী সীমা বিশ্বাস। তাছাড়াও তারা নন্দী মজুমদার, নিয়তি বর্মণ, রত্না দেব সহ সমিতির অন্য কর্মকর্তারা নারীদের নানা সমস্যা, তাঁদের অভাব-অভিযোগ মেটানোর উপায়, আজকের দিনে জটিল পরিস্থিতিতে সমাজে মহিলাদের ভূমিকা ইত্যাদি নিয়ে আলোকপাত করেন। আগামী দিনে সমিতির পথচলা ও সমাজের প্রতি সংগঠনের দায়বদ্ধতা নিয়েও আলোচনা করেন বক্তারা।
প্রতিবেদন পেশ করেন জেলা সম্পাদক রত্না দেব। এদিকে, অধিবেশন শুরু হওয়ার আগে সাংগঠনিক পতাকা তোলেন আরাধিতা মিত্র। রাজ্য সভানেত্রী সীমা বিশ্বাস পুষ্পার্ঘ অর্পণ করেন শহিদ বেদিতে। সংগ্রামী স্লোগান চলে এর সঙ্গে। প্রসঙ্গত, সমিতির এই দ্বাদশ সম্মেলন চলবে ৪ আগস্ট পর্যন্ত।