Barak UpdatesAnalyticsBreaking News
ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ওপর আলোচনাচক্র কাবুগঞ্জ জনতা কলেজে
ওয়ে টু বরাক, ১৯ এপ্রিল ঃ কাবুগঞ্জ জনতা কলেজ ও আসাম গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের পূর্বকৃত মউ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরিপ্রক্ষিতে বৃহস্পতিবার তাদের যৌথ উদ্যোগে প্রথম একটি আলোচনা সভা জনতা কলেজে আয়োজন করা হয়। এ দিনের সভার বিষয় ছিল, ‘ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড এলইপি ইমপ্লেমেন্টেশন’। আসাম গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. ধীমান দত্ত, জীববিদ্যা বিভাগের প্রফেসর যশোধর অর্জুন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. বিশাল পোদ্দার প্রমুখ এ দিনের আলোচনাচক্রে উপস্থিত ছিলেন।
সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করেন কলেজের বিভিন্ন অধ্যাপকরা। স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও জনতা কলেজের ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ড. মুন্নি দেব মজুমদার। সভার মূল বক্তব্য তুলে ধরেন কলেজের উপাধ্যক্ষ সুজাতা পালিত। এ দিন অধ্যাপক ড. ধীমান দত্ত, প্রফেসর যশোধর অর্জুন এবং জনতা কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস পাল এই সভার মূল উদ্দেশ্য ব্যাখ্যা করেন।
আলোচনা সভার মূল বিষয়টি ছাত্রছাত্রীদের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করেন অধ্যাপক ড. বিশাল পোদ্দার। তাঁর সরল ও সাবলীল বক্তব্যে উপস্থিত ছাত্র ছাত্রীরা অনেকাংশে উপকৃত হয়েছে বলে জানান প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. মুন্নি দেব মজুমদার। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নানা ধরণের সুযোগ সুবিধার আশ্বাস দিয়ে ধীমান দত্ত, বিশাল পোদ্দার ও প্রফেসর যশোদেব অর্জুনরা ছাত্রছাত্রীদের পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রবেশাধিকার লাভের জন্য আহ্বান জানান। সভার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ইংরেজি বিভাগের অংকিতা রায় চৌধুরী। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের মুনমুন রায়।