Barak UpdatesBreaking News
কেলেঙ্কারির পর কেলেঙ্কারি: নীরব কেন মুখ্যমন্ত্রী, প্রশ্ন দত্তরায়ের
১৮ মে : করোনা, লকডাউন, কার্ফু৷ এর মধ্যেও কয়লা ও পাথর নিয়মিত পাচার চলছে বলে অভিযোগ করলেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি, গৌহাটি হাইকোর্টের আইনজীবী প্রদীপ দত্তরায়। তিনি বলেন, এই সিন্ডিকেট এত শক্তিশালী যে কার্ফুর রাতেও এরা সক্রিয়৷ এদের পেছনে কোনও শক্তিশালী মানুষ রয়েছে বলেই তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন৷ প্রদীপবাবু জানতে চান, নইলে সিবিআই তদন্তের পরেও কীভাবে কয়লা-পাথরের গাড়ি চলাচল করছে? কেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। মুখ্যমন্ত্রী কাকে ভয় পাচ্ছেন?
তাঁর কথায়, ‘আমি জানি, বিগত সংসদ নির্বাচনে এই সুপারি এবং কয়লা কেলেঙ্কারির দুই কোটি টাকা এক প্রার্থীকে দেওয়া হয়েছে৷ হোজাইর বিধায়ক শিলাদিত্য দেবও সাংবাদিক সম্মেলন করে বলেছেন, বিজেপি দলের এক প্রভাবশালী নেতা সিন্ডিকেটের সঙ্গে জড়িত রয়েছেন । প্রয়োজনে তিনি নাম ঘোষণা করবেন৷’ যদি শিলাদিত্যর কথা মিথ্যা হয়, তাহলে তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, জানতে চান দত্তরায়৷
এর আগে দিসপুরের বিজেপি বিধায়ক অতুল বরা যে প্রকাশ্যে বনদফতরের ব্যাপারে মুখ খুলছিলেন, সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারপরও শাসকদল নীরব । প্রদীপবাবু এ দিন পেপার মিল না খোলা নিয়েও মন্তব্য করেন৷ বলেন, লক্ষ লক্ষ কোটি টাকার মধ্যে তাদের বেতন দেওয়া গেল না! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে নির্বাচনের আগে প্রকাশ্য জনসভায় পেপার মিল খোলার অঙ্গীকার করেছিলেন, উল্লেখ করেন তাও৷ এখন বিজেপি নীরব কেন, এর জবাব চান তিনি । সঙ্গে সতর্ক করে দেন, ‘প্রকাশ্যে যদি জনগণের কাছে জবাব না দেওয়া হয় তাহলে আগামী নির্বাচনে তাদেরকে জবাব দেবেন বরাকের মানুষ।’