Barak UpdatesBreaking News
শিলচরে কেন এত জ্যাম ছিল এ বারের পুজোয়?
সন্দীপ দাস, সিটিজেন জার্নালিস্ট
এ বার শিলচরের পূজায় ট্রাফিকের বড় ভুল ছিল, সোনাই রোড থেকে কোনও গাড়িকে রাঙ্গিরখাড়ি তেমাথায় প্রবেশ করতে না দেওয়া। এর দরুন সোনাই রোডের গাড়িগুলো বরাক মার্কেটের শেষে এক গ্লাস হাউসের উল্টোদিকের লাইনে ঢোকার চেষ্টা করার ফলে ন্যাশনেল হাইওয়ে থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত পৌঁছতে অষ্টমী-নবমী দুইদিনই দেড় ঘন্টার মতো সময় লেগেছে, যা এর আগে কোনও বছর হয়নি। অন্যবার খুব বেশি হলে ১০-১৫ মিনিট সময় লাগতো৷ এ বার আবার গাড়িগুলি ডিভাইডারের মধ্য দিয়ে ডানদিকের লাইনে ঢোকার চেষ্টা করার ফলে সেই রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে গ্লাস হাউস পর্যন্ত একই ভিড়, একই জ্যাম দেখা যায়। যা এই অংশে আগে কখনও হয়নি। সাধারণত রাঙ্গিরখাড়ি পয়েন্ট পেরিয়ে এন এস অ্যাভিন্যুতে ঢুকলে জ্যামের হাত থেকে মুক্তি মিলতো। এ বার হয়তো রাঙ্গিরখাড়ি পয়েন্টকে ফাঁকা দেখে ট্রাফিক খুশি, কিন্তু ভুগেছেন লাইন ধরে চলা গাড়ির যাত্রীরা৷