Barak UpdatesBreaking News
কেন্দ্রীয় মন্ত্রী রামদাস বুধবার করিমগঞ্জ আসছেন
২০ আগস্ট : কেন্দ্রীয় সমাজকল্যাণ মন্ত্রী রামদাস আঠাওয়ালে দিব্যাঙ্গদের সহায়ক সামগ্রী বিতরণ করতে বুধবার করিমগঞ্জ আসছেন। এ দিন বিকেল তিনটেয় করিমগঞ্জ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জেলার দিব্যাঙ্গদের হাতে সহায়ক সামগ্রী তুলে দেবেন। উত্তর করিমগঞ্জ আইসিডিএস প্রকল্পের অধীন এলাকার ২৫৪ জন দিব্যাঙ্গ এবং জেলার বাকি ৬টি প্রকল্পের আওতায় ১০ জন করে দিব্যাঙ্গকে এ দিন সহায়ক সামগ্রী তুলে দেওয়া হবে।
করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জেলার বাকি নির্বাচিতদের পরে সহায়ক সামগ্রী তুলে দেওয়া হবে। উল্লেখ্য, দিব্যাঙ্গদের সহায়ক সামগ্রী প্রস্তুতকারক সংস্থা কানপুরের এলিমকোর উদ্যোগে জেলার দিব্যাঙ্গদের এই সহায়ক সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।