India & World UpdatesBreaking News
কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, হত ১ জঙ্গি
২৮ জুন : শুক্রবার সকালে জম্মু কাশ্মীরের বুদগাম জেলার ক্রালপোরা এলাকায় জঙ্গি ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিরাপত্তা রক্ষীদের গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে। সূত্রের খবর, দুই থেকে তিন জন জঙ্গি এখনও এলাকায় লুকিয়ে রয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী৷ এখনও তল্লাশি অভিযান চলছে৷
গোপন সূত্রে খবর পেয়ে বুদগাম এলাকায় তল্লাশি শুরু করে ভারতীয় সেনা। আচমকাই গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। এদিকে, বুধবারও ভোর থেকেই পুলওয়ামায় ফের শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই৷ পুলওয়ামার ত্রাল এলাকার নাগবালের জঙ্গলে আধা সামরিক সেনা সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপরেশন টিমের সদস্যরা অভিযান চালাতে শুরু করে। জঙ্গলের ভেতর থেকে সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এই প্রথম জম্মু ও কাশ্মীর সফরে রয়েছেন অমিত শাহ। উল্লেখ্য, ১২ জুন কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের গুলি লাগে অনন্তনাগের সদ্দর পুলিশ স্টেশনের এসএইচও আরশাদ খানের বুকে। আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ হাসপাতালেই মারা যান আরশাদ। চল্লিশ বছর বয়সী আরশাদকে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লির এইমসে। তবে শেষ রক্ষা হয়নি৷ এসএইচওর প্রাণহীন দেহ ফিরেছিল তাঁর বাড়িতে। আরশাদ খানের পরিবারের সঙ্গে বৃহস্পতিবার দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের সঙ্গে দেখা করে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি। ওই একই হামলায় শহিদ হন আরও পাঁচ জন সিআরপিএফ জওয়ান।