India & World UpdatesAnalyticsBreaking News
কাল পশ্চিমবঙ্গের ৬৯৭ বুথে ফের ভোট
কলকাতা, ৯ জুলাই : সোমবার পশ্চিমবঙ্গের ৬৯৭টি বুথে পুনর্নির্বাচন হবে। এর মধ্যে উত্তরবঙ্গের ২৩৮টি বুথ রয়েছে। রবিবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। তালিকা অনুযায়ী জলপাইগুড়িতে ১৪টি, আলিপুরদুয়ারে একটি, কোচবিহারে ৫৩টি, উত্তর দিনাজপুরে ৪২টি, দক্ষিণ দিনাজপুরে ১৮টি, মালদাতে ১১০টি বুথে পুনর্নির্বাচন হবে। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
পঞ্চায়েত নির্বাচনে রক্তের হোলি দেখেছে বাংলা। দেদার ছাপ্পা ভোট, ব্যালট লুটের পাশাপাশি উঠেছে সন্ত্রাসের অভিযোগ। ভোট-হিংসায় ১৫ জনের মৃত্যু হয়েছে। গুলি-বোমার আঘাতে জখম হয়েছেন বহু মানুষ। রাজ্যের অনেক বুথে ভোটই দিতে পারেননি ভোটাররা। এমন পরিস্থিতিতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিরোধীরা। যেসব বুথে ছাপ্পা ভোট, ব্যালট লুটের পাশাপাশি অশান্তির অভিযোগ উঠেছে, সেসব বুথে ফের নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাতেই ভোট হবে। তবে এত অল্প সময়ে কীভাবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।