Barak UpdatesSportsBreaking News
কাল থেকে রামানুজ গুপ্ত মেমোরিয়াল ফুটবল
ওয়ে টু বরাক, ১৭ সেপ্টেম্বর : রামানুজ গুপ্ত স্মৃতি প্রাইজমানি সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতা সোমবার থেকে শুরু হচ্ছে। এর আয়োজক শিলচর জেলা ক্রীড়া সংস্থা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অরুণাচল এসএস সহ ছয়টি দলকে নিয়ে সুপার লিগের পর শীর্ষে থাকা চারটি দলকে নিয়ে হবে নকআউট ফরম্যাটে সুপার ফোর।
টুর্নামেন্ট সম্পর্কে ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত বলেন, ২০১২ সালে প্রতিযোগিতা শুরু হয়েছিল, করোনার জন্য দু’বছর বন্ধ হওয়া ছাড়া প্রতি বছর সফলভাবে সম্পন্ন হয়েছে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছয়টি দল হল অরুণাচল এসএস, ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব, তারাপুর এসি, শিলচর স্পোর্টিং ও তরুণ সংঘ।
উদ্বোধনী ম্যাচে ইন্ডিয়া ক্লাবের মুখোমুখি হবে শিলচর স্পোর্টিং। এসএম দেব স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর পৌনে তিনটায়। সভাপতি বলেন, ‘সোমবার রাজ্যের ক্রীড়ামন্ত্রীর শিলচরে থাকার কথা রয়েছে। তাঁকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।’
প্রতিযোগিতার স্পনসর রামানুজ গুপ্ত ট্রাস্টের চেয়ারম্যান রুদ্র নারায়ণ গুপ্ত প্রতিযোগিতা সম্পর্কে হতাশা প্রকাশ করে বলেন, স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ফুটবল নিয়ে আগ্রহ অনেক কম। গত ১০ বছরে স্থানীয় খেলোয়াড়ের সংখ্যাও বাড়েনি। এ দিন অন্যদের মধ্যে ছিলেন ডিএসএ সহসচিব দেবাশিস সোম, ফুটবল সচিব বিকাশ দাস, রেফারি সচিব সমর রায়, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী প্রমুখ।