Barak UpdatesAnalyticsBreaking News
মহালয়ার ভোরে শিলচরে জনস্রোত এ বার কোনদিকে? সদরঘাট না অন্নপূর্ণা সেতুতে
ওয়ে টু বরাক, ১৩ অক্টোবর : রাত ফুরোলেই মহালয়ার ভোর। এই সকালটাকে কেন্দ্র করে বাঙালির আনন্দের সীমা নেই। শিলচর শহরও মহালয়ার ভোরে জেগে ওঠে। শিশু থেকে মাঝবয়সি সবাই যান শহরের সদরঘাটের দিকে। সেখানে সেতুতে উঠে সবাই কিছুক্ষণ কাটান। কিন্তু এ বছর প্রশ্ন হলো, জনতার স্রোত কি এবারও হবে সদরঘাটমুখো?
কারণ মাত্র কয়েকদিন আগেই অন্নপূর্ণাঘাটে আরও একটি সেতু উদ্বোধন করে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। সুন্দর সেতু, একেবারে প্রকৃতির আঁচলে সবকিছু ছবির মতো। আর সেতু পেরিয়ে ওপারে গেলেও সবুজের সমারোহ। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই সেতুটি সদরঘাটের সেতুর মতো এতো ব্যস্ত নয়। ফলে মানুষ এখানে প্রকৃত অর্থেই মহালয়ার সকালের আনন্দ নিতে পারেন।
আসলে প্রতি বছরই বেলুন, শোভাযাত্রা, নাচগান, সেলফি আর অসংখ্য মানুষের ভিড়ে শহর শিলচর মহালয়ার ভোরে দেবীকে মর্ত্যে আহ্বান জানায়। কাকভোরে সেজেগুজে বেরিয়ে পড়া। উদ্দেশ্যহীন গন্তব্যের দিকে এগিয়ে চলা। পূর্বপুরুষের উদ্দেশে তর্পণের পাশাপাশি মহালয়া যে উতসবেরও আবাহন। শিশু, কিশোর, যুবারা বেশি বেরোলেও বাদ যান না প্রৌঢ়রাও।
ঘণ্টা তিনেকের সে কী উন্মাদনা! বেলুনে সেজে ওঠে গোটা শহর। হাতে বেলুন, বাইকে বেলুন। সঙ্গে বাইকের দাপাদাপি। মহালয়াকে কেন্দ্র করে হয়তো বিভিন্ন সংস্থা শহরে শোভাযাত্রাও বের করে। কিন্তু সবার গন্তব্য এ বার কোনদিকে হবে? সবাই কি সদরঘাটের দিকে যাবেন? না কি এ বার ভিড় হবে অন্নপূর্ণাঘাটের দিকে। উত্তরটা জানা যাবে মহালয়ার ভোরেই।