NE UpdatesAnalyticsCultureBreaking News
কামাখ্যা ধামে সাধু-সন্তদের ভিড়, এসেছেন চকোলেট বাবা, রুদ্রাক্ষ বাবা
গুয়াহাটি, ২৪ জুন : নীলাচল পাহাড়ের বুকে থাকা কামাখ্যা ধামে অম্বুবাচি মেলার সোমবার তৃতীয় দিন। ইতিমধ্যেই প্রচুর সংখ্যক ভক্ত ভিড় করেছেন কামাখ্যা ধামে। দেশ-বিদেশের সাধু-সন্তরা মন্দির প্রাঙ্গণে অবস্থান করছেন। এই সাধুরা নিজ নিজ বৈশিষ্ট্যের মাধ্যমে ভক্তদের আকর্ষণ করার চেষ্টা করছেন।
এ বার কামাখ্যা ধামে দেখা গিয়েছে চকোলেট বাবা, স্পর্শ বাবা, রুদ্রাক্ষ বাবার মতো ভিন্ন রূপের সাধু-সন্ন্যাসীদের। এঁদের মধ্যে চকোলেট বাবা প্রতি বছর আসেন অম্বুবাচি মেলায়। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, দেশের ৫১ শক্তিপীঠের অন্যতম মা কামাখ্যা দেবালয়। অম্বুবাচি মেলায় এসে একান্ত মনে মায়ের আরাধনা করলে ৫১ শক্তিপীঠের ফল বা আশীর্বাদ লাভ করা যায়। এজন্য চকোলেট বাবা প্রতি বছর কামাখ্যা ধামে আসেন। তিনি মেলায় আসা ভক্তদের চকোলেট বিতরণ করেন।
চকোলেট বাবার মতো এই অম্বুবাচি মেলায় এসেছেন রুদ্রাক্ষ বাবা, স্পর্শ বাবা, নাগা বাবা, অঘরি বাবা, কিন্নর বাবার মতো অনেক সন্ন্যাসী। প্রখর রোদ উপেক্ষা করে ভক্তরাও হাজির হয়েছেন মন্দির প্রাঙ্গণে। চকোলেট বাবা মা কামাখ্যার মহত্ব বর্ণনা করে বলেন, ভারতে ‘অতিথি দেব ভবঃ’ স্মরণ করে অতিথিদের সেবা শুশ্রুষা করা হয়। সে জন্যই মন্দিরে আসা দর্শনার্থীদের চকোলেট বিতরণ করেন বাবা।