Barak UpdatesBreaking News
কাটিগড়া থেকে ৭ শিশুকে উদ্ধার করল প্রশাসন
১৫ জুন : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসের একদিন পর থেকেই কাছাড়ের জেলা প্রশাসন সারা জেলায় শিশু শ্রমিক শূন্যের কোঠায় পৌঁছানোর কাজকে বাস্তবায়িত করতে নজরদারি শুরু করেছে।
গত ১৪ জুন শিশুশ্রম বিরোধী জেলা টাস্ক ফোর্স কাছাড়ের জালালপুর ও কালাইন এলাকায় শিশু শ্রমিকদের খুঁজে বের করতে অভিযানে নামে। এ দিন মোট ৭টি শিশুকে ধাবা, রেস্তোরাঁ ও গ্যারেজ থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। এরমধ্যে অমিতাভ দেবের মা কালী হোটেল, কালাইনের আব্দুল আলি ইঞ্জিনিয়ারিং এবং ধীরাজ দাসের দৃষ্টি সুইটস এন্ড রেস্টুরেন্ট, গৌতম দে-র উত্তম অটো ওয়ার্কস এবং জালালপুরের পুলক দাসের একটি ছোট চায়ের দোকান থেকে এই শিশুদের উদ্ধার করা হয়।
এরপর কাটিগড়া থানায় তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পরবর্তীতে তাদের শিলচর চাইল্ড লাইনের অস্থায়ী আশ্রয় শিবিরে রাখা হয় এবং পরে তাদের সিডব্লিউসি-এ নিয়ে যাওয়া হবে। সিডব্লিউসি শ্রম কল্যাণ বিভাগের পরামর্শে এর যথাযথ তদন্ত করা হবে। উল্লেখ্য, শিশু ও কিশোর শ্রম নিষিদ্ধকরণ ও নিয়ন্ত্রন আইন ১৯৮৬-এর অধীনে নিয়োগ কর্তাদের দোষী সাব্যস্ত করা হলে তাদের 6 মাস থেকে ২ বছর পর্যন্ত সময়ের কারাগার এবং জরিমানা ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বা জরিমানা ও জেল হতে পারে।